Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
নিলসাগর
Location

নীলফামারী জেলা শহর থেকে উত্তর-পশ্চিমে ১৪ কিলোমিটার দূরে গোড়গ্রাম ইউনিয়নের ধোপাডাঙ্গা মৌজায় অবস্থিত

Transportation

নীলফামারী জেলা শহর থেকে উত্তর-পশ্চিমে ১৪ কিলোমিটার দূরে গোড়গ্রাম ইউনিয়নের ধোপাডাঙ্গা মৌজায় অবস্থিত ৫৩.৯ একর আয়তন বিশিষ্ট এ জলাশয়টির আনুমানিক খননকাল অষ্টম শতাব্দির কোন এক সময়ে।

Contact

0

Details

হিন্দুশাস্ত্র পর্যালোচনা করে দেখা যায় খ্রিস্ট্রপূর্ব নবম হতে অষ্টম শতাব্দীতে কুরুক্ষেত্রের যুদ্ধে বিরাট রাজা পান্ডুদের এবং রাজা ভগদত্ত পক্ষ অবলম্বন করে যুদ্ধে অবতীর্ন হন। পান্ডবরা যুদ্ধে পরাজিত হয়ে বারো বছরের জন্য বনরাসে যেতে বাধ্য হয়। পরাজিত পান্ডবেরা বিরাট রাজার রাজ্যভুক্ত গোগৃহে (কথিত আজকের গোড়গ্রাম) স্বেচ্ছা নির্বাসনের স্থান মনোনীত করেন। পান্ডুবদের তৃষ্ণা মেটাবার জন্য বিরাট রাজা তখন এই বিশাল দীঘিটি খনন করেন। বিরাট দীঘির অপভ্রংশ হিসেবে কালক্রমে বিরাট দীঘি, বিন্টা দীঘি এবং অবশেষে বিন্ন দীঘি হিসেবে পরিচিতি পায়। ১৯৭৯ সালে তৎকালীন মহকুমা প্রশাসক জনাব আঃ জববার এ দীঘিকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এর আনুষঙ্গিক সংষ্কারের পাশাপাশি নামকরণ করেন ‘নীলসাগর’। ১৯৭৯ সালে তৎকালীন মহকুমা প্রশাসক জনাব আঃ জববার এ দীঘিকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এর আনুষঙ্গিক সংষ্কারের পাশাপাশি নামকরণ করেন ‘নীলসাগর’।