খেলাধুলা ও বিনোদন
নীলফামারী সদর উপজেলা অনেক আগে থেকেই খেলাধুলার জন্য বিখ্যাত। এই উপজেলা থেকে অনেক বিখ্যাত খেলোয়ার উঠে এসেছে। এই উপজেলা অনেক সাবেক খেলোয়ার বসবাস করেন, যারা খেলাধুলার প্রচার ও প্রসারের জন্য কাজ করে যাচ্ছেন।
নীলফামারী সদর উপজেলায় বেশ কয়েকটি খেলা বিখ্যাত। এর মধ্যে ফুটবল, ক্রিকেট, টেনিস, হা-ডু-ডু, ভলিবল উল্লেখযোগ্য।
নীলফামারী সদর উপজেলায় দুইটি বিশেষ উল্লেখযোগ্য স্টেডিয়াম আছে। এর একটি হলো শেখ কামাল স্টেডিয়াম ও আপরটি শেখ রাসেল মিনি স্টেডিয়াম।
বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পূর্বপঞ্চপুকুর সপ্রাবি এর বালক দল ও কীর্ত্তনিয়াপাড়া সপ্রাবি এর বালিকা দল।
২০১২ ও ২০১৩ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে জাতীয় চ্যাম্পিয়নই হয়েছিল নীলফামারীর দুটি স্কুল। ২০১২ সালে দক্ষিণ ডোনদরী কোরানিপাড়া প্রাথমিক বিদ্যালয় (তখন বেসরকারি থাকলেও সরকারি স্কুল বর্তমানে) আর ২০১৩ সালে শিরোপা জিতে বেড়াডাঙ্গা সোডাপীর যাদুরহাট সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়। এই দুই বছর জাতীয় পর্যায়ে না হলেও আঞ্চলিক পর্যায়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপে চ্যাম্পিয়ন হয়েছিল নীলফামারী জেলা সদরের নতুনবাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS