নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নে কুন্দুপুকুর মাজার শরীফ অবস্থিত। সূদুর পারস্য হতে এ এলাকায় ইসলাম ধর্ম প্রচারের জন্য আগত হযরত পীর মীর মহিউদ্দিন শাহ চিশ্তি (রাঃ) এর মাজার কুন্দুপুকুর মাজার হিসাবে পরিচিত। মাজার শরীফ জিয়ারতের জন্য প্রতিনিয়ত বিপুল সংখ্যক ধর্মপ্রান মুসলমান নর-নারীর আগমন ঘটে। এ ছাড়া প্রতি বছর বাংলা সালের মাঘ মাসের ০৫ তারিখে পবিত্র ওরশ শরীফ পালন করা হয়ে থাকে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS