যোগাযোগ ব্যবস্থা
সীমান্তবর্তী জেলা হওয়া সত্বেও দেশের অন্যান্য উপজেলার তুলনায় নীলফামারী সদর উপজেলার যোগাযোগ ব্যবস্থা বেশ ভাল। সড়ক, রেল রাজধানী ঢাকা এবং বিভাগীয় শহর রাজশাহীর সাথে নীলফামারী সদরের যোগাযোগ আছে। ঢাকা থেকে সড়ক পথে নীলফামারী সদরেরে দূরত্ব ৩৯৪ কিমি। নীলফামারী জেলার অভ্যান্তরীন যোগাযোগ ব্যবস্থা বেশ ভাল। জেলা শহর থেকে প্রত্যেকটি উপজেলায় এবং উপজেলার সাথে প্রত্যেক ইউনিয়ন পরিষদের সুন্দর সড়ক যোগাযোগ ব্যবস্থা বিদ্যমান। সড়ক পথে জেলা শহর হতে সৈয়দপুর উপাজেলার দূরত্ব ২২ কিমি, জলঢাকা উপজেলার দূরত্ব্ ২৪ কিমি, কিশোরগঞ্জ উপজেলার দূরত্ব ২৩ কিমি, ডোমার উপজেলার দূরত্ব ২৪ কিমি এবং ডিমলা উপজেলার দূরত্ব ৪৪ কিমি। জেলায় মোট রেলপথের দৈর্ঘ্য ৬৩ কিমি এবং রেলষ্টেশনের সংখা ৯টি। মোট পাকা রাস্তার দৈর্ঘ্য ৪৭০ কিমি এবং কাঁচা রাস্তার দৈর্ঘ্য ৩,৫৯২ কিমি।
উপজেলা প্রশাসন,নীরফামারী সদর,নীলফামারী।
ফোনঃ-০৫৫১৬১৩৯৬
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS