নীলফামারী জেলা শহর থেকে উত্তর-পশ্চিমে ১৪ কিলোমিটার দূরে গোড়গ্রাম ইউনিয়নের ধোপাডাঙ্গা মৌজায় অবস্থিত
নীলফামারী জেলা শহর থেকে উত্তর-পশ্চিমে ১৪ কিলোমিটার দূরে গোড়গ্রাম ইউনিয়নের ধোপাডাঙ্গা মৌজায় অবস্থিত ৫৩.৯ একর আয়তন বিশিষ্ট এ জলাশয়টির আনুমানিক খননকাল অষ্টম শতাব্দির কোন এক সময়ে।
0
বিরাট রাজা এই বিশাল দীঘিটি খনন করেন। বিরাট দীঘির অপভ্রংশ হিসেবে কালক্রমে বিরাট দীঘি, বিন্টা দীঘি এবং অবশেষে বিন্ন দীঘি হিসেবে পরিচিতি পায়। ১৯৭৯ সালে তৎকালীন মহকুমা প্রশাসক জনাব আঃ জববার এ দীঘিকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এর আনুষঙ্গিক সংষ্কারের পাশাপাশি নামকরণ করেন ‘নীলসাগর’। ১৯৭৯ সালে তৎকালীন মহকুমা প্রশাসক জনাব আঃ জববার এ দীঘিকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এর আনুষঙ্গিক সংষ্কারের পাশাপাশি নামকরণ করেন ‘নীলসাগর’।
এটি নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নে অবস্থিত। সড়কপথে এটি যাওয়া যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস