Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা প্রশাসনের পটভূমি

 নীলফামারী সদর উপজেলা প্রশাসন সৃষ্টির পটভূমি

নীলফামারী  জেলার নীলফামারী সদর উপজেলা ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে প্রতিষ্ঠা হয়। প্রাচীন কালে নীলফামারীতে নীল চাষ হতো।

          রংপুর গেজেটিয়ার হতে প্রাপ্ত তথ্য মতে জানা যায় ১৮৭৫ সালে সদর থানা বর্তমান উপজেলার ১৩ নং চড়াইখোলা ইউনিয়নের অমত্মর্গত দারোয়ানী মৌজায় ( জে,এল নং-৮৭ ) প্রথম স্থাপিত হয়। ১৮৮২ ইং সালে থানা সদর নীলফামারী টাউন মৌজায় (জে,এল, নং-৫৮ ) স্থানামত্মরিত হয়। প্রশাসনিক পূনর্বিন্যাসের অংশ হিসেবে নীলফামারী থানা, নীলফামারী সদর উপজেলা হিসেবে ১৯৮৪ ইং সালের ১লা ফেব্রুয়ারী তারিখে প্রশাসনিক ইউনিট হিসেবে কার্যক্রম শুরু করে।

          ব্রিটিশ উপনিবেশিক শাসনামলে বৃহত্ত্বর রংপুর অঞ্চলের মধ্যে নীলফামারীতে নীল চাষের উপযোগিতা বিবেচনায় অত্র উপজেলার নটখানা এলাকায় প্রচুর নীলের চাষাবাদ কার্যক্রমের অংশ হিসেবে নীলের খামার স্থাপিত হয়। বর্তমান নীলফামারী রেল ষ্টেশনের অদুরে একটি বিরাট  নীলের খামার লোকজ কন্ঠে ‘ নীল খামার ’ থেকে নীলফামারী অপভ্রংশে ‘‘নীলফামারী ’’ নামের উৎপত্তি হয়। ১৮৫৯ - ১৮৬০ সালে ব্যাপক কৃষক বিদ্রোহের ফলে অত্র অঞ্চলে নীল চাষের যবানিকাপাত ঘটলেও কালের চাকায় ‘‘ নীলফামারী ’’ নাম ঐতিহাসিক মর্যাদা লাভ করে।